মুশফিক ম্যাচসেরার প্রাইজমানি বন্যার্তদের দিলেন
সাম্প্রতিক সময়ে নজিরবিহীন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। ১১টি জেলার প্রায় ৫০ লাখ মানুষ জলাবদ্ধ হয়ে পড়েছে। বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছেন সর্বস্তরের মানুষ। সেই তালিকায় যুক্ত হলেন মুশফিকুর রহিম। পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দলের ঐতিহাসিক জয়ে ম্যান অব দ্য ম্যাচ হিসেবে প্রাপ্ত পুরস্কারের অর্থ বন্যা দুর্গতদের দেওয়ার ঘোষণা দেন তিনি।
রোববার রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। ম্যাচের শেষ দিনে নাজমুল ইসলাম শান্তর নেতৃত্বাধীন দল পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ১৪৬ রানে ঠেকে যায়। প্রথম ইনিংসে ১১৭ রানের বড় লিড নিয়ে টাইগারদের লক্ষ্য মাত্র ৩০ রান। একটানা জুটিতে অনায়াসে খেলা শেষ করেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম।
প্রথম ইনিংসে বাংলাদেশের মোট ৫৬৫ রানে সবচেয়ে বড় অবদান অভিজ্ঞ মুশফিকের। তিনি তার টেস্ট ক্যারিয়ারের একাদশ সেঞ্চুরি করে 191 রানের একটি ম্যারাথন ইনিংস খেলেন। অল্পের জন্য ডাবল সেঞ্চুরি পাননি তিনি। প্রায় নয় ঘণ্টা ক্রিজে থেকে ৩৪১ বলের ইনিংসে ২২টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি। মূলত তার অবদানেই ভালো লিড পেয়েছে বাংলাদেশ। তাই দর্শকদের জন্য স্মরণীয় জয়ের পর তাকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।
আরও পড়ুন: সব ধরনের ক্রিকেট ছেড়েছেন শিখর ধাওয়ান
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচের সেরা পুরস্কার বন্যার্তদের জন্য দেওয়ার ঘোষণা দেন মুশফিক, ‘আপনারা জানেন বাংলাদেশে বন্যা চলছে। এই পুরস্কারের অর্থ দেশের বন্যার্তদের জন্য দিতে চাই। আমি দেশের সকল মানুষকে আর্থিক ও অন্যান্য উপায়ে সাহায্য করার জন্য অনুরোধ করতে চাই।’
পাকিস্তানের বিপক্ষে ১৪ টেস্টে প্রথম জয় পায় বাংলাদেশ। ২১টি আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয়। শুধু তাই নয়, নিজেদের মাটিতে নিজেদের দীর্ঘ টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ১০ উইকেটে হেরেছে পাকিস্তান।