প্ভিউ ইটিসি  | বাংলা নিউজ পেপার
সোমবার , ২৬ আগস্ট ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আন্দোলন
  4. আরব নিউজ
  5. ইসলাম
  6. ক্রিকেট
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জয়পুরহাট
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরামর্শ
  14. প্রবাস
  15. ফুটবল

ঋতুস্রাব নিয়ে কোনো জড়তা, ভয় ও সংকোচ নেই

প্রতিবেদক
ভিউ ইটিসি
আগস্ট ২৬, ২০২৪ ১১:৫৮ পূর্বাহ্ণ
ঋতুস্রাব নিয়ে কোনো জড়তা, ভয় ও সংকোচ নেই

ঋতুস্রাব নিয়ে কোনো জড়তা, ভয় ও সংকোচ নেই

‘মাসিক নিয়ে সমাজের প্রচলিত কিছু ট্যাবু আমাদের এ সম্পর্কে আরও ভীতিকর করে তোলে।’

মেয়েদের ঋতুস্রাব একটি স্বাভাবিক ব্যাপার। বিষয়টি নিয়ে কোনো সংকোচ, জড়তা বা লুকোচুরি নেই। মাসিকের সময় নারীদের আরও সচেতন হতে হবে। পরিবারের অন্যান্য সদস্যদের সচেতনতাও এই সময়ে খুবই জরুরি।

ফ্যাটি লিভার থেকে বাঁচতে যেসব খাবার খেতে হবে

১৪ বছর বয়সী ইংরেজি শিক্ষক ও সামাজিক প্রভাবশালী উম্মে মাইসুন মাসিক সম্পর্কে ‘৪০ টাকায় জীবন বাঁচান’ শিরোনামের একটি সচেতনতামূলক অনুষ্ঠানে এ কথা বলেন।

আন্তর্জাতিক যুব সংগঠন অ্যাওয়ারনেস-৩৬০ এর আয়োজনে শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী ওয়ার্ডের এক নম্বর ঝিল এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ কর্মসূচি পালিত হয়।

এটি মাসিকের সময় স্বাস্থ্য ঝুঁকি এবং অভিজ্ঞতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। অনুষ্ঠানে ৩৫ জন মেয়ে অংশ নেয়। অনুষ্ঠানটি পরিচালনা ও তত্ত্বাবধান করেন উম্মে মাইসুন।

মাইসুন তার উদ্বোধনী বক্তৃতায় বলেছেন, ‘ঋতুস্রাব সম্পর্কে সামাজিক নিষেধাজ্ঞাগুলি আমাদেরকে এটি সম্পর্কে আরও ভয়ঙ্কর করে তোলে। এমনকি বাড়ির অন্য সদস্যদের কাছ থেকে লুকিয়ে রাখা, কারও সঙ্গে আলোচনা না করা, এমন অনেক কিছু। স্যানিটারি প্যাড ব্যবহার না করে পুরানো কাপড় ব্যবহার করা। বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।’

আরও পড়ুন: স্বাস্থ্যের জন্য কতটা উপকারী? কাঁচা ছোলা

আলোচনায় আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের চিকিৎসক তাহমিনা উর্মি নারীদের স্বাস্থ্য রক্ষা ও জটিলতা এড়াতে মাসিকের সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর জোর দেন।

তিনি বলেন, ‘জীবনের জন্য অনেক টাকা খরচ করলেও আমরা বিভিন্ন কাজে ব্যয় করি। তাই বলে কি কিশোরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না পরিবার? বাজারে এখন বিভিন্ন ধরনের স্যানিটারি প্যাড পাওয়া যায়। বাজারে এখন স্যানিটারি প্যাড পাওয়া যাচ্ছে ৪০ টাকায়।

বৈঠকে ঋতুস্রাব নিয়ে মেয়েদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চিকিৎসক। পরে মেয়েদের হাতে স্যানিটারি প্যাডসহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়।

সর্বশেষ - ক্রিকেট

আপনার জন্য নির্বাচিত