কিছু ব্যাঙ্কের শাখা 4 ঘন্টা খোলা আছে, শুধুমাত্র টাকা তোলা এবং জমা করার জন্য
কারফিউ ও সাধারণ ছুটির কারণে টানা তিন দিন বন্ধের পর আগামীকাল বুধবার ও পরের দিন বৃহস্পতিবার ব্যাংকগুলোর কিছু শাখা খুলছে। এসব শাখা বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে। এসব শাখায় সীমিত পর্যায়ে কিছু সেবা মিলবে। বাংলাদেশ ব্যাংক আজ সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে পাঠানো নির্দেশনায় এই বার্তা দিয়েছে। পাশাপাশি এমডিদের বলা হয়েছে, বুধবার ব্যাংকের ৫০ শতাংশ শাখা ও বৃহস্পতিবার ৭৫ শতাংশ শাখা খোলা রাখতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, কারফিউ শিথিল থাকার সময়ে বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে নির্ধারিত শাখায় সীমিত আকারে ব্যাংকিং সেবা প্রদান করতে হবে। ব্যাংকগুলো তাদের সুবিধামতো শাখা খোলা রাখার উদ্যোগ নেবে।
এদিকে ব্যাংক খোলার সিদ্ধান্তের পর ইন্টারনেট প্রাপ্তি সাপেক্ষে শেয়ারবাজারেও লেনদেন চালুর ঘোষণা দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থাটির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম আজ রাতে এক খুদে বার্তায় জানান, ইন্টারনেট চালু সাপেক্ষে বুধবার শেয়ারবাজারে বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত লেনদেন চলবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সীমিত ব্যাংকিং সুবিধা বলতে মৌলিক ব্যাংকিং, অর্থাৎ টাকা জমা ও উত্তোলনের সুবিধাকে ইঙ্গিত করা হয়েছে। ঋণপত্র, পে–অর্ডার, হিসাব খোলাসহ অন্যান্য সেবা এ সময়ে মিলবে না। ব্যাংকগুলো শুধু মৌলিক সেবা দেওয়ার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের অফিসে আনার উদ্যোগ নেবে।
এর আগে গত বৃহস্পতিবার ব্যাংক খোলা থাকলেও ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ায় অনেক সেবা দিতে পারেনি ব্যাংকের শাখাগুলো। এরপর সাপ্তাহিক ছুটি ও সাধারণ ছুটির কারণে টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ। এই সময়ে বৈদেশিক লেনদেনও বন্ধ হয়ে গেছে। ইন্টারনেট বন্ধ থাকায় প্রবাসী আয়ও আসছে না। আমদানি-রপ্তানি কার্যক্রম অনেকটা বন্ধ হয়ে গেছে। টাকার সংকটে অনেক এটিএম বুথ অকার্যকর হয়ে গেছে। ফলে টাকার সংকটে পড়েছেন ব্যাংকের গ্রাহকেরা। এমন পরিস্থিতিতে আগামীকাল ব্যাংকগুলোর কিছু শাখা ৪ ঘণ্টার জন্য খোলা হচ্ছে। অন্য সময়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করা যায়, খোলা থাকে ১০টা থেকে ৬টা পর্যন্ত।
এদিকে সরকারি অফিস চালু হওয়ায় আগামীকাল বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কার্যক্রমও সীমিত সময়ের জন্য চালু হবে।