প্ভিউ ইটিসি  | বাংলা নিউজ পেপার
বুধবার , ২৪ জুলাই ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আন্দোলন
  4. আরব নিউজ
  5. ইসলাম
  6. ক্রিকেট
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জয়পুরহাট
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরামর্শ
  14. প্রবাস
  15. ফুটবল

সারা দেশে আরও 1100 জনকে গ্রেপ্তার করা হয়েছে

প্রতিবেদক
ভিউ ইটিসি
জুলাই ২৪, ২০২৪ ৩:৫৯ অপরাহ্ণ
সারা দেশে আরও 1100 জনকে গ্রেপ্তার করা হয়েছে

সারা দেশে আরও 1,100 জনকে গ্রেপ্তার করা হয়েছে

রোববার ধলপুরের বাসা থেকে সিএনজি চালিত অটোরিকশা চালক মিজানকে গ্রেপ্তার করা হয়। আদালতে নেওয়ার সময় বাবাকে দেখতে মায়ের হাত ধরে প্রিজন ভ্যান নিয়ে ছুটছে শিশু তাইবা। গত সোমবার বিকেলে সিএমএম আদালত প্রাঙ্গণে মো

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে গ্রেফতার, ভাংচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে চলেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত সারাদেশে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীসহ প্রায় এক হাজার একশ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় অন্তত ৫১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ নিয়ে গত এক সপ্তাহে (১৭-২৩ জুলাই) সারাদেশে গ্রেপ্তারের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় গতকাল বিভিন্ন জেলায় নতুন করে মামলা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গতকাল আরও ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে রাজধানীতে মোট মামলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৯।

ডিএমপি সূত্রে জানা গেছে, ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার ৫১৭ জনকে গতকাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। গ্রেফতারকৃতদের অনেকেই বিএনপি-জামায়াতের নেতাকর্মী। গত তিন দিনে রাজধানীতে এক হাজার ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

(কোটা সংস্কার আন্দোলন চলাকালীন একটি ঘটনায় চট্টগ্রামের মুরাদপুর এলাকায় পাঁচ তলা ভবনের ছাদ থেকে পাইপ থেকে নেমে হামলার হাত থেকে বাঁচতে কয়েকজন ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হয়েছেন। প্রতিরোধ করতে অপর পক্ষ ইট-পাথর নিক্ষেপ করেছে। তাদের পাইপের নিচে যাওয়া থেকে।)

নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়ে বিএনপি বলেছে, দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক নাজমুল হক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাইফুল আলমকে গতকাল পুলিশ গ্রেপ্তার করেছে। অপরদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ ড. তাহের ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেনকে আটক করেছে পুলিশ।

এ ছাড়া গণঅধিকার পরিষদের যুগ্ম মহাসচিব মো. তারিক রহমান ও জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

ঢাকা জেলার সাভার মডেল থানা ও আশুলিয়া থানার কর্মকর্তারা জানান, গত কয়েকদিনে নাশকতার ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় দায়ের হওয়া ৬টি মামলায় ৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুব আলম জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর ৮টি থানায় ২৮টি মামলায় ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

নারায়ণগঞ্জে সহিংসতার ঘটনায় গতকাল তারাব পৌর যুবদলের সাধারণ সম্পাদক আহাদসহ ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট 230 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে হামলার হাত থেকে বাঁচতে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পাইপ বেয়ে নিচে নামতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। অন্য একটি পক্ষ তাদের পাইপ থেকে নেমে যেতে বাধা দিতে ইট-পাথর নিক্ষেপ করে। এ ঘটনায় গতকাল দুপুরে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় ছাত্রলীগের এক কর্মী বাদী হয়ে মামলা করেন। এ নিয়ে চট্টগ্রাম নগরীতে মামলার সংখ্যা দাঁড়াল ১৫।

পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরী ও জেলায় এ পর্যন্ত মোট ১৬টি মামলা হয়েছে। সোমবার রাতে এসব মামলায় আরও ১০৬ জনকে গ্রেপ্তার করা হয়। এদের অধিকাংশই বিএনপির নেতা-কর্মী। চট্টগ্রাম নগরী ও জেলায় এ পর্যন্ত ৫৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নাশকতার অভিযোগে মহানগরীর ৮টি থানায় ২৮টি মামলায় ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুব আলম

অন্যান্য জেলার চিত্র

চাঁদপুর জেলায় হামলা, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় গতকাল পর্যন্ত সাতটি মামলা হয়েছে। এসব মামলায় গতকাল পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ২৫ জনকে আটক করা হয়েছে। গতকাল পর্যন্ত এ জেলায় ১১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

নেত্রকোনায় নতুন করে ৭ জনকে আটক করা হয়েছে। এ জেলায় মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল রংপুর মহানগরীতে নতুন করে চারটি মামলা দায়ের করা হয়েছে। গত চার দিনে রংপুরে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনায় মোট সাতটি মামলা হয়েছে। এসব মামলায় গতকাল ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত কয়েক দিনে রংপুরে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীসহ মোট ৯৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় বিএনপি-জামায়াতের আরও ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গত চার দিনে দুই মামলায় ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ গণআধিবার পরিষদের সভাপতি ওয়ালিদ হাসান ও জেলা নিকাহ রেজিস্ট্রার (কাজী) সমিতির সভাপতি আব্দুল বারীসহ ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে জেলা সদর, শিবগঞ্জ, ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সদর থানার ওসি মেহেদী হাসান জানান, সহিংসতার মামলায় ওয়ালিদ হাসান ও বিস্ফোরক আইনের মামলায় আবদুল বারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মেহেরপুরে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ পর্যন্ত এ জেলায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আহসান খান গতকাল জানান, নাশকতা করতে পারে এমন তথ্য পেয়ে জেলার তিন উপজেলার বিভিন্ন স্থান থেকে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের নামে থানায় নাশকতার মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় ৭২ জনকে গ্রেফতার করেছে জেলা ও মহানগর পুলিশ। এর মধ্যে রাজশাহী মহানগরীতে ৪৬ জন এবং জেলায় ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের অধিকাংশই বিএনপি ও জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী। সোমবার মধ্যরাত ১২টা পর্যন্ত রাজশাহীতে ১৬টি মামলায় ১৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

লালমনিরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন ৩ জনকে আটক করা হয়েছে। এর আগে একই মামলায় আরও ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী-সমর্থক।

বরিশাল নগরীর তিন থানায় পাঁচটি মামলায় নতুন করে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের দায়িত্বে থাকা পরিদর্শক মনিরুল ইসলাম জানান, গত চার দিনে এ ঘটনায় মোট ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপরদিকে বরিশাল জেলার বিভিন্ন এলাকা থেকে ১১ জনকে আটক করা হয়েছে। মোট 23 জনকে গ্রেফতার করা হয়েছে। বরিশাল জেলার পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় চারটি মামলায় আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজবাড়ী থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন থানা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সাতক্ষীরায় বিএনপি ও জামায়াতের ৩০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সর্বশেষ - ক্রিকেট