সেতু ভবন ভাঙচুরের মামলায় আন্দালিব রহমান পার্থকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে
রাজধানীর বনানী সেতু ভবনে হামলা ও ভাঙচুরের মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান সোহাগ উদ্দিন এ আদেশ দেন।
এর আগে সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার জয়নুল আবেদীন জানান, মহাখালীতে সেতু ভবনে হামলার পর ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে এ মামলায় আন্দালিব রহমান পার্থকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে বিচারক তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানিতে আন্দালিব রহমান পার্থের আইনজীবীরা আদালতকে বলেন, 2018 সাল থেকে তাদের মক্কেলের বিএনপি-জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। সেতু ভবন ধ্বংসের সঙ্গে তার জড়িত থাকার প্রশ্নই আসে না।
শুনানির একপর্যায়ে আন্দালিব রহমান পার্থ আদালতে বলেন, রাজনৈতিক জীবনে তিনি অনেকের আস্থার জায়গায় যেতে পেরেছেন। তিনি বাংলাদেশে ইতিবাচক রাজনীতি করেছেন। যদি তার সঙ্গে অন্যায় আচরণ করা হয়, তা অন্যদের জন্য খারাপ উদাহরণ তৈরি করবে যারা ইতিবাচক রাজনীতি করে।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেতু ভবনে দুই দিন ধরে হামলা চালানো হয় এবং অর্ধশতাধিক গাড়িতে আগুন দেওয়া হয়। অফিস ভবনও পুড়ে গেছে। নাশকতার এসব ঘটনায় সারাদেশে গ্রেফতার অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রায় এক হাজার ৪শ’ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ৬৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত 8 দিনে (17-24 জুলাই) সারা দেশে গ্রেপ্তারের সংখ্যা প্রায় 4500 ছুঁয়েছে।