প্ভিউ ইটিসি  | বাংলা নিউজ পেপার
রবিবার , ২৮ জুলাই ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আন্দোলন
  4. আরব নিউজ
  5. ইসলাম
  6. ক্রিকেট
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জয়পুরহাট
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরামর্শ
  14. প্রবাস
  15. ফুটবল

নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করেন প্রাচী

প্রতিবেদক
ভিউ ইটিসি
জুলাই ২৮, ২০২৪ ৩:১৪ অপরাহ্ণ
নিজেকে আড়ালে রাখতে ভালোবাসেন প্রাচী

নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করেন প্রাচী

অভিনেত্রী প্রাচী দেশাইকে পর্দায় খুব একটা দেখা যায় না। কিন্তু পর্দায় এসে সহজেই সবার নজর কেড়েছেন তিনি। তাকে শেষবার ওটিটিতে পর্দায় দেখা গেছে। জি-5-এর ‘সাইলেন্স 2’-এ তিনি একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিত্ব নিয়ে কিছু কথা জানিয়েছেন তিনি।

‘রক অন’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’, ‘বোল বচ্চন’, ‘এক ভিলেন’-এর মতো সফল ছবির নায়িকা ছিলেন প্রাচী। এসব ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

পর্দার বাইরে কেমন আছেন প্রাচী? সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি গোপনীয়তা পছন্দ করি। মানুষ হিসেবে আমি একজন অন্তর্মুখী। সবার থেকে নিজেকে আড়াল করতে ভালোবাসি। আমি একা সময় কাটাতে পছন্দ করি।

প্রাচি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে চাই না। অনেকবার আমাকে আমার বন্ধুরা বলেছে যে আমাকে ইনস্টাগ্রামে আরও সক্রিয় হতে হবে। আমি পার্টিতে যেতে পছন্দ করি না। আসলে আমি নিজের সাথে সময় কাটাতে ভালোবাসি। তাই আমি এসব পছন্দ করি না।

অভিনয় প্রসঙ্গে প্রাচী বলেন, ‘গত কয়েক বছর ধরে খুব একটা কাজ করছি না। কারণ, একই ধরনের চরিত্রে অভিনয় করতে গিয়ে আমি হাঁফিয়ে উঠেছিলাম।

ভালো প্রকল্পের প্রস্তাব পেলে মহামারী শুরু হয়। এজন্য সবাইকে দুই বছরের বিরতি নিতে হয়েছে। ‘সাইলেন্স’ এবং ‘সাইলেন্স 2’-এ অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত এই বলিউড অভিনেত্রী।

তিনি বলেন, ‘ওটিটি মহামারী চলাকালীন এবং পরে বিনোদন জগতে অনেক পরিবর্তন এনেছে। OTT লেখক, পরিচালক, নতুন শিল্পীদের জন্য অনেক সুযোগ প্রদান করেছে। এমনকি মনোজ বাজপেয়ী, বিজয় ভার্মার মতো তুখোড় অভিনেতাদের ক্যারিয়ারও অনেক বদলে গেছে ওটিটির সুবিধার কারণে।

“নিরবতা” এর দুটি কিস্তি আমার সীমাবদ্ধতা ভেঙ্গে যাওয়ার পথ প্রশস্ত করেছিল। প্রাচী 2006 সালে একতা কাপুরের কসম সে সিরিয়াল দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। 2008 সালে রক অন তার প্রথম বড় পর্দায় মুক্তি পায়।

সর্বশেষ - ক্রিকেট