প্ভিউ ইটিসি  | বাংলা নিউজ পেপার
শুক্রবার , ৯ আগস্ট ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আন্দোলন
  4. আরব নিউজ
  5. ইসলাম
  6. ক্রিকেট
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জয়পুরহাট
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরামর্শ
  14. প্রবাস
  15. ফুটবল

নাহিদ প্রতিশ্রুতি পূরণ করতে চায়, আসিফের অগ্রাধিকার খুনের বিচার

প্রতিবেদক
ভিউ ইটিসি
আগস্ট ৯, ২০২৪ ১২:১২ পূর্বাহ্ণ
Nahid wants to fulfill the promise, Asif's priority is the murder trial

নাহিদ প্রতিশ্রুতি পূরণ করতে চায়, আসিফের অগ্রাধিকার খুনের বিচার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে গণঅভ্যুত্থানে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবেন। আরেক সমন্বয়কারী আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, যারা শহীদদের (ছাত্র আন্দোলনে নিহত) হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করতে অগ্রাধিকার দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের একটি নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারে প্রধান উপদেষ্টাসহ ১৭ জন রয়েছেন। রাত ৯টার পর বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ১৩ উপদেষ্টা (তিনজন ঢাকার বাইরে থাকায় আজ শপথ নিতে পারেননি)। সাহাবুদ্দিন। প্রথমে প্রধান উপদেষ্টা এবং পরে অন্যান্য উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।

শপথ নেওয়া ১৩ জন উপদেষ্টার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কারী নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া রয়েছেন। শপথ গ্রহণের পর বঙ্গভবনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম ভিউ ইটিসিকে বলেন, ‘যে প্রতিশ্রুতি নিয়ে আমরা এই গণঅভ্যুত্থান করেছিলাম, যে প্রতিশ্রুতির জন্য শত শত ভাই-বোনকে হত্যা করা হয়েছিল, সেই প্রতিশ্রুতি পূরণ করতে আমরা সরকারে এসেছি। শিগগিরই সেই প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করব।

অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, তরুণরা যেমন সরকারে থাকবে, তেমনি রাজপথেও থাকবে।

আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হবে যারা শহীদদের হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করা। বর্তমানে দেশে আইন-শৃঙ্খলা নেই। তাই আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নিয়ে এদেশের নাগরিকরা যাতে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে সে ব্যবস্থা নেব।

সর্বশেষ - ক্রিকেট

আপনার জন্য নির্বাচিত