প্ভিউ ইটিসি  | বাংলা নিউজ পেপার
শনিবার , ১৭ আগস্ট ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আন্দোলন
  4. আরব নিউজ
  5. ইসলাম
  6. ক্রিকেট
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জয়পুরহাট
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরামর্শ
  14. প্রবাস
  15. ফুটবল

100 টাকা পারিশ্রমিকে শেখ হাসিনার ভূমিকা পালন করছেনা অপু বিশ্বাস

প্রতিবেদক
ভিউ ইটিসি
আগস্ট ১৭, ২০২৪ ৪:০০ অপরাহ্ণ
টাকার জন্য শেখ হাসিনার চরিত্রে অভিনয়, কেন ছেড়ে গেলেন অপু বিশ্বাস?

100 টাকা পারিশ্রমিকে শেখ হাসিনার ভূমিকা পালন করছেনা অপু বিশ্বাস

টাকার জন্য শেখ হাসিনার চরিত্রে অভিনয়, কেন ছেড়ে গেলেন অপু বিশ্বাস?

এ বছরের জানুয়ারি। ঢাকাই ছবির নায়িকা অপু বিশ্বাস ‘শেখ রাসেলস ক্রাই’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ফি মাত্র 100 টাকা! আগস্টের শেষ দিকে শুটিংয়ের কথা রয়েছে। ছবিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল অপু বিশ্বাসের। চরিত্রের নাম হাসু।
এ সময় ছবির পরিচালক সালমান হায়দার বলেছিলেন, এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চান না। আমি তাকে নামমাত্র 100 টাকায় সিনেমায় যুক্ত করেছি।

আর অপু বিশ্বাস আরও বলেন, ‘সিনেমার গল্প শোনার পর এক বাক্যে রাজি হয়েছি। এই ঐতিহাসিক চলচ্চিত্রের অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করি কাজটি দারুণ হবে। শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি।’ বঙ্গবন্ধুর পরিবারের কনিষ্ঠ সদস্য রাসেলের জীবনী নিয়ে ছবির গল্প।

আরও পড়ুন: ইয়ামিনের কবরে মায়ের লাগানো তুলসী গাছ দীর্ঘজীবী হোক

এখন দেশের প্রেক্ষাপট বদলে গেছে। ছবি সম্পর্কে কি? ছবিটি আদৌ নির্মিত হবে কি না জানতে শনিবার বিকেলে প্রথম আলো অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, অনেক আগেই ছবিটি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

কেন সরে গেলেন? এমন প্রশ্নে অপু বিশ্বাস বলেন, ‘চুক্তির এক মাস পর; অর্থাৎ, আমি ছবির প্রযোজক ও পরিচালককে বলেছিলাম ফেব্রুয়ারিতে কাজ না করতে। কিন্তু সে সময় গণমাধ্যমে খবর আসেনি। হয়তো আগে জানতেন।

এই অভিনেত্রী বলেন, ‘চুক্তির কিছুদিন পর দেখলাম, ছবির প্রযোজক-পরিচালকের কথা ও কাজে মিল নেই। তখনই ছবিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সত্যি বলতে, কাজের প্রতি তাদের দায়বদ্ধতা ঠিক ছিল না। চাকরি যাই হোক না কেন কমিটমেন্ট থাকতে হবে। তা না হলে ভালো কাজ হবে না। এ সময় তারা কাজের কথা বলে, কাজের পরিকল্পনা নিয়ে মিথ্যা আশ্বাস দেন।
এদিকে শুটিং নিয়ে ছবির পরিচালক সালমান হায়দারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া গেছে।

সর্বশেষ - ক্রিকেট