প্ভিউ ইটিসি  | বাংলা নিউজ পেপার
সোমবার , ১৯ আগস্ট ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আন্দোলন
  4. আরব নিউজ
  5. ইসলাম
  6. ক্রিকেট
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জয়পুরহাট
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরামর্শ
  14. প্রবাস
  15. ফুটবল

নারায়ণগঞ্জে মাছ ব্যবসায়ী মিলন হত্যায় শেখ হাসিনা ও শামীম ওসমানের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
ভিউ ইটিসি
আগস্ট ১৯, ২০২৪ ৩:৪৩ পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জে মাছ ব্যবসায়ী মিলন হত্যায় শেখ হাসিনা ও শামীম ওসমানের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে মাছ ব্যবসায়ী মিলন হত্যায় শেখ হাসিনা ও শামীম ওসমানের বিরুদ্ধে মামলা

বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাছ ব্যবসায়ী মো. মিলন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ অজ্ঞাতনামা ৬২ জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহত মিলনের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেন। নিহত মিলন সিদ্ধিরগঞ্জপুল এলাকায় মাছের ব্যবসা করতেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটকা গ্রামে।

আরও পড়ুন: মালয়েশিয়ায়তে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলে নিহত

ওই মামলার অন্যতম আসামি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাগ্নে আজমেরী ওসমান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ নিজাম।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমীর খসরু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: আনন্দের ব্যবধানে মনঃ কেন বেডরুমে এমন খারাপ সময় যাচ্ছে নারীদের?

মামলার বাদী শাহনাজ বেগম মামলার জবানবন্দিতে উল্লেখ করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমন করতে ২১ জুলাই আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন সমর্থিত নেতাকর্মীরা অস্ত্র, পিস্তল, শুটারগান, ককটেল, লাঠিসোঁটা নিয়ে একত্রিত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। আসামি শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খানকে নির্বিচারে শিক্ষার্থীদের ওপর গুলি ও হামলার নির্দেশ দেন। আসামিরা রাস্তায় শিক্ষার্থীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে এবং দেশীয় অস্ত্র দিয়ে গুলি ও মারধর করে আতঙ্ক সৃষ্টি করে। এরপর দুপুর ১২টার দিকে মাছের ফাঁদ থেকে বাড়ি ফেরার পথে মিলন বুকে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। তাকে উদ্ধার করে সাইনবোর্ড এলাকায় অবস্থিত প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ক্রিকেট নিউজ, ভারতের সাথে 10 বছরের হিসাব মেটাতে অপেক্ষা করছে লায়ন

এর আগে আবুল হাসান হত্যার ঘটনায় নিহতের বড় ভাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা করেন। ২০) নগরীর মিশনপাড়া এলাকায় ৫ আগস্ট আবুল বাশার মো.
উল্লেখ্য, শিক্ষার্থীদের গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে।

সর্বশেষ - ক্রিকেট

আপনার জন্য নির্বাচিত