প্ভিউ ইটিসি  | বাংলা নিউজ পেপার
বৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আন্দোলন
  4. আরব নিউজ
  5. ইসলাম
  6. ক্রিকেট
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জয়পুরহাট
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরামর্শ
  14. প্রবাস
  15. ফুটবল

রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন

প্রতিবেদক
ভিউ ইটিসি
আগস্ট ২২, ২০২৪ ১:১৭ অপরাহ্ণ
রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন

রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলি ও গুলিতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।

বুধবার বিকেলে জেলার রায়পুরা এলাকার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে এখনো চলছে।

নিহতরা হলেন একই গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৫০), শাহীন মিয়ার ছেলে জুনায়েদ মিয়া (১৬) ও আমির হোসেন (৭০)।

দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে যায়নি।

আরও পড়ুন:  খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির অবনতি

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ ডেইলি স্টারকে বলেন, ‘আমরা সেনাবাহিনীর জন্য অপেক্ষা করছি। সেনাবাহিনী এলে ঘটনাস্থলে পৌঁছে দেব। আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পুরা উপজেলার শ্রীনগর সায়দাবাদ গ্রামের আলী বাড়ি ও বালিচরবাড়ির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আলীর বাড়ির প্রধান আব্দুল হালিম মাস্টার এবং বলিচর বাড়ির প্রধান সাহেব আলী। গত ৬ মাস থেকে তাদের মধ্যে বেশ কয়েকটি হামলা-পাল্টা হামলা স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। বুধবার বিকেল থেকে ফের তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, নিহত তিনজনই সাহেব আলী গ্রুপের সদস্য।

আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোন গ্রুপের কতজন আহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ নুরুদ্দিন জাহাঙ্গীর দ্য ডেইলি স্টারকে বলেন, নিহত তিনজনের মরদেহ আমাদের হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তাদের সবার গায়েই গুলি আছে।’

সর্বশেষ - ক্রিকেট