প্ভিউ ইটিসি  | বাংলা নিউজ পেপার
বৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আন্দোলন
  4. আরব নিউজ
  5. ইসলাম
  6. ক্রিকেট
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জয়পুরহাট
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরামর্শ
  14. প্রবাস
  15. ফুটবল

৭০ ও ৮০ বছরেও এত পানি দেখিনি, নোয়াখালীর বেগমগঞ্জ

প্রতিবেদক
ভিউ ইটিসি
আগস্ট ২২, ২০২৪ ৮:০২ অপরাহ্ণ
৭০ ও ৮০ বছরেও এত পানি দেখিনি, নোয়াখালীর বেগমগঞ্জ

৭০ ও ৮০ বছরেও এত পানি দেখিনি, নোয়াখালীর বেগমগঞ্জ

ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে দেশের উত্তর-পূর্বাঞ্চল। এসব অঞ্চলের অন্তত ১০টি জেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। বন্যা কবলিত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ননী বেগম গত নব্বই বছরে এত পানি দেখা যায়নি বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে তিনি বলেন, আমার বয়স ৭০ ও ৮০ বছর। এমন বৃষ্টি আগেও বহুবার দেখেছি। কিন্তু এমন পানি আমি কখনো দেখিনি। আপনার বাড়ি ছেড়ে অন্য কোথাও আশ্রয় নিতে হয়নি।

আরও পড়ুন: বন্যার্তদের পাশে সেনাবাহিনী খাগড়াছড়িতে

জানা যায়, একলাশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান সড়কের পূর্ব পাশের তিনতলা ভবনে ননী বেগম ছাড়াও আরও অন্তত অর্ধশতাধিক পরিবার আশ্রয় নিয়েছে।

সরেজমিনে দেখা যায়, বৃষ্টির কারণে বিদ্যালয় ভবনের নিচতলায় পানি প্রবেশ করেছে। স্কুলে আশ্রয় নেওয়া এক নারী জানান, তিনি এখানে আশ্রয়ের জন্য এসেছেন। তবে পরিস্থিতির অবনতি হলে তাদের এই ভবন ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হবে।

নিচতলায় আশ্রয় নেওয়া নাজনীন বেগম নামের এক নারী জানান, বুধবার রাতে দুই পরিবারের ১২ সদস্য নিয়ে তিনি আশ্রয় নেন। তবে এখন পর্যন্ত সরকারি কোনো সহায়তা পাওয়া যায়নি। তারা বাজার থেকে শুকনো খাবার কিনে খেত।

ভবনের দ্বিতীয় তলায় আশ্রয় নেওয়া নুরজাহান বেগম জানান, তিনি কারো কাছ থেকে টাকা ধার নিয়ে গ্যাস সিলিন্ডার ও চুলা কিনেছেন। আপনি বাচ্চাদের সাথে না খেয়ে থাকতে পারবেন না।

তিনি বলেন, এর আগেও তার বাড়িতে পানি উঠেছে। তবে গত ৫০ বছরে এমন পানি তিনি দেখেননি।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আরিফুর রহমান জানান, উপজেলার ১৩টি ইউনিয়নের আড়াই হাজার পরিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। এসব পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবারসহ বিভিন্ন ত্রাণ দেওয়া হচ্ছে। প্রতিটি ইউনিয়নে তাদের দেখাশোনার জন্য একজন কর্মকর্তা রয়েছেন।

সর্বশেষ - ক্রিকেট