সিলেটের দানা সীমান্তে শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বিজিবি
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জোকিগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন জানায়, শুক্রবার রাতে সিলেটের কানিঘাট উপজেলার দানা সীমান্ত এলাকা থেকে শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার করা হয়। পরে তাকে রাত ১২টা পর্যন্ত সীমান্ত বিজিবি ক্যাম্পে রাখা হয়।
আরও পড়ুন: বন্যার্তদের পাশে সেনাবাহিনী খাগড়াছড়িতে
জোকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল খোন্দকার। আসাদুন্নবী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভারতে পালানোর চেষ্টাকালে শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার করা হয়। যথাযথ প্রক্রিয়া শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’
শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন। ২০১৫ সালের সেপ্টেম্বরে তিনি অবসর গ্রহণ করেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলায় শামসুদ্দিন চৌধুরী মানিককে আসামি করা হয়েছে।