প্ভিউ ইটিসি  | বাংলা নিউজ পেপার
রবিবার , ২৫ আগস্ট ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আন্দোলন
  4. আরব নিউজ
  5. ইসলাম
  6. ক্রিকেট
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জয়পুরহাট
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরামর্শ
  14. প্রবাস
  15. ফুটবল

দেশবাসীকে বন্যা মোকাবিলায় সরকারের সঙ্গে একযোগে কাজ করুন : ড. ইউনূস

প্রতিবেদক
ভিউ ইটিসি
আগস্ট ২৫, ২০২৪ ১২:২০ পূর্বাহ্ণ
দেশবাসীকে বন্যা মোকাবিলায় সরকারের সঙ্গে একযোগে কাজ করুন : ড. ইউনূস

দেশবাসীকে বন্যা মোকাবিলায় সরকারের সঙ্গে একযোগে কাজ করুন : ড. ইউনূস

প্রধান উপদেষ্টা বলেন, ‘কোটি কোটি মানুষ বন্যায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ নিয়ে এগিয়ে আসছে। তাদের মহৎ উৎসাহের যথার্থ ব্যবহার নিশ্চিত করা জরুরি।’

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বন্যা নিয়ন্ত্রণকে এই মুহূর্তে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে অভিহিত করেছেন এবং বন্যা মোকাবেলায় বেসরকারি সংস্থা ও নাগরিকদের সরকারের সঙ্গে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন:  নদ-নদীর পানি কমছে, সারাদেশে বৃষ্টি কমবে

বন্যা পরিস্থিতি নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এনজিও প্রতিনিধিরা বৈঠক করেন। সভায় উপকূলীয় ও দুর্যোগপূর্ণ এলাকায় কর্মরত ৪৪টি এনজিওর কর্মকর্তারা অংশ নেন।

পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা বলেন, সরকার এই মুহূর্তে বন্যা নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আমাদের এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এই দায়িত্ব পালনে সবাইকে এগিয়ে আসতে হবে।”

ড. ইউনূস উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণের ক্ষেত্রে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘সরকার, এনজিও এবং যারা বন্যা নিয়ন্ত্রণে কাজ করছে তাদের সমন্বয় বাড়াতে হবে। সম্ভব হলে জেলা পর্যায়েও বন্যা নিয়ন্ত্রণের কাজ সমন্বয় করতে হবে।’

আরও পড়ুন:  চট্টগ্রামে বন্যায় ৫ জনের মৃত্যু, এখনও পানিতে আটকে ২ লাখ ৬৩ হাজার

প্রধান উপদেষ্টা বলেন, ‘বন্যা উদ্ধার তৎপরতা ও ত্রাণ সহায়তায় এগিয়ে আসছে কোটি কোটি মানুষ। তাদের মহৎ শক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।’

উপদেষ্টা আলী ইমাম মজুমদার, এসডিজির প্রধান সমন্বয়কারী প্রধান উপদেষ্টা লামিয়া মোর্শেদ, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ফাউন্ডেশন ফর পিপলের নির্বাহী পরিচালক শাহীন আনাম, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, ফারাহ কবির, হেড অব অ্যাকশন বাংলাদেশ। আসিফ সালেহ, ব্র্যাকের নির্বাহী পরিচালক প্রমুখ।

আরও পড়ুন:  সাইফুদ্দিনের ভিডিও বার্তা ফেনীর হৃদয়বিদারক পরিস্থিতি নিয়ে

অবিরাম ভারি বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা জলরাশির জীবন্ত স্মৃতিতে সবচেয়ে ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে দেশটি। ১১টি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ বন্যায় লাখ লাখ মানুষ পানিতে আটকা পড়েছে।

বৈঠকে মুহাম্মদ ইউনূস বন্যার পর খাদ্য ও স্বাস্থ্যঝুঁকিসহ সার্বিক পরিস্থিতি মোকাবেলায় সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর আরও কাজ করতে হবে।

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস বলেন, ‘তরুণরা আমাদের জন্য দারুণ সুযোগ সৃষ্টি করেছে। তাড়াতাড়ি কর আর এই সুযোগটা কাজে লাগাও।’

আরও পড়ুন:  বন্যাদুর্গতদের জন্য সাহায্য পাঠাতে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদের শুধু বন্যা মোকাবিলায় নয়, কীভাবে দেশকে বন্যামুক্ত রাখা যায় সেদিকেও নজর দেওয়া উচিত।

সর্বশেষ - ক্রিকেট

আপনার জন্য নির্বাচিত
কোটা সংস্কার আন্দোলন গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি ঘোষণা করেছেন তিনজন সমন্বয়কারী

গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি ঘোষণা করেছেন তিনজন সমন্বয়কারী

এমন দু-একটা অঘটন ঘটলে আন্তর্জাতিক গণমাধ্যমে যাবে, ভাবমূর্তি নষ্ট হতে পারে

এমন দু-একটি ঘটনা ঘটলে তা আন্তর্জাতিক মিডিয়ায় চলে যাবে

মুশফিক ম্যাচসেরার প্রাইজমানি বন্যার্তদের দিলেন

মুশফিক ম্যাচসেরার প্রাইজমানি বন্যার্তদের দিলেন

আবার হুমকি হিন্দু মহাসভার ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচ নিয়ে

আবার হুমকি হিন্দু মহাসভার ইন্ডিয়া বাংলাদেশ ক্রিকেট ম্যাচ নিয়ে

মেধার ভিত্তিতে ৮০ শতাংশ কোটার প্রস্তাব দেবে সরকার: ওবায়দুল কাদের

সরকার মেধার ভিত্তিতে ৮০ শতাংশ কোটা দেবে: ওবায়দুল কাদের

সিলেটের দানা সীমান্তে শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বিজিবি

সিলেটের দানা সীমান্তে শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বিজিবি

ছবির ক্যাপশান, মঙ্গলবার বিকেলে ঢাকার সিএমএম আদালতের সামনের দৃশ্য

যাত্রাবাড়ী-বাড়ার অবস্থা কেমন, চলছে ব্যাপক ধরপাকড়

দেশবাসীকে বন্যা মোকাবিলায় সরকারের সঙ্গে একযোগে কাজ করুন : ড. ইউনূস

দেশবাসীকে বন্যা মোকাবিলায় সরকারের সঙ্গে একযোগে কাজ করুন : ড. ইউনূস

ছাত্রলীগের হাতে নির্যাতিত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহে সেল গঠন করেছে ছাত্রদল

ছাত্রলীগের হাতে নির্যাতিত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহে সেল গঠন করেছে ছাত্রদল

‘তুমি কি আমার জীবনের ভুলগুলোকে ফুল বানিয়ে দেবে?’

তুমি আমার জীবনের ভুলগুলো ফুল করতে পারে